দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

দেশের ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

নিউজডোর ডেস্ক ♦ দেশের ৭ অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়, এমনটাপই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্যস্থানে তাপমাত্রা বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৭এপ্রিল) রাতে আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং তা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়াও বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রংপুরে আজ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস যা আরও কমতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।