দিনাজপুরে সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার  উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার  উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ আরমান হোসেন ♦ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, সকলের সহযোগিতায় এদেশকে আমরা সুন্দর করবো অসহায়, শীতার্তদের পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় শীতার্তদের শীত নিবারনের জন্য সাপ্তাহিক কৃষি আমিষ পত্রিকার মত সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে

২৯ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন 

সাপ্তাহিক কৃষি আমিষ পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ নুরুজ্জামান (জামান) এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস সামাদ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি সুজা-উর-রব চৌধুরী, স্টেশন ক্লাব দিনাজপুর এর সাধারন সম্পাদক দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর ইনস্টিটিউটের সদস্য নবরূপীর সাধারন সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল সভাপতির বক্তব্যে সাপ্তাহিক কৃষি আমিষ পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ নুরুজ্জামান (জামান) বলেন, হিমালয়ের ঘেঁসা দিনাজপুর জেলা প্রতি বছর শীতে এখানে অসহায়, দরিদ্র মানুষরা কষ্ট পায় সে কারণে আমি ঢাকা বিভিন্ন সংগঠনের সহযোগিতায় প্রতি বছর কম্বল এনে তাদের মাঝে বিতরণ করি আমার বিশ্বাস ধরনের উদ্যোগ অন্যান্য সংগঠনের থাকা উচিত সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কৃষি আমিষ পত্রিকার সম্পাদক প্রকাশক মোহাম্মদ নুরুজ্জামান (জামান) এর সহধর্মীনি দিলরুবা জামান

সাপ্তাহিক কৃষি আমিষ পত্রিকার উদ্যোগে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ ঢাকা, প্যারাগন গ্রুপ-ঢাকা, এভোন এগ্রোভেট লিঃ-ঢাকা, আরিফ (বাংলাদেশ) লিঃ-ঢাকা, ইয়ন গ্রুপ (এনিমেল হেলথ ডিভিশন)-ঢাকা, বেঙ্গল ওভারসীজ লিঃ-ঢাকা, স্কয়ার ফার্মাসিটিউক্যাল লিঃ (এনিমেল হেলথ ডিভিশন)-ঢাকা, এসিআই (এনিমেল হেলথ ডিভিশন)-ঢাকা, জিমসটেক ইন্টারন্যাশনাল লিঃ-ঢাকা, এইস এগ্রোভেট লিঃ-ঢাকা, সিডার বাংলাদেশ লিঃ-ঢাকা, আফসার আলী, চেয়ারম্যান ফেলকন ডেভেলোপার লিঃ ঢাকা এর সহযোগিতায় দুঃস্থ্য, অসহায়দের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।