ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার ♦ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, পাটকল শ্রমিক নেতা রুহুল আমিনসহ আটককৃতদের মুক্তি, কারাগারে লেখক মুস্তাকের মৃত্যুর বিভাগীয় তদন্ত ও বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে।

শনিবার দুপুরে ‘নিপীড়নের বিরুদ্ধে রংপুর’ সংগঠনের ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন, শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ। বক্তব্য রাখেন, রাষ্ট্রচিন্তা'র সদস্য রায়হান কবীর, জনগ্রামী পার্টির সংগঠক সালাউদ্দিন বাবু, গণসংহতির আন্দোলনের প্রত্যয়ী মিজান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হানিফ খাঁন সজীব, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি গঠন প্রক্রিয়া'র সদস্য জুবায়ের আলম জাহাজী প্রমুখ।

বক্তারা,জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান