কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন

কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে নেমেছে জেলা প্রশাসন শুক্রবার সকালে শহরের সাবেক পূর্ব্বাসা সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে মূল বাজারস্থ কাপড় পট্টি এলাকা পর্যন্ত করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামূলক বার্তা পৌছানো হয়

এসময় বিভিন্ন যানবাহনের যাত্রী, টিকেট কাউন্টারের লোকজন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারী এবং পথচারীদের মাঝে মাক্স, লিফলেট বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক ম্যাসেজ সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেয়া হয়

পথসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা নেজারত ডেপুটি কালেক্টর হাসিবুল হাসান এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন

প্রচারণাকালে বলা হয়, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পরিবহনে রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলতে হবে মাস্ক ব্যতিত পথে নামা, সব ধরণের লেনদেন বন্ধ রাখতে হবে স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে প্রচারণাকালে জানানো হয়