করোনায় আরও ৫৮ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজার ৬৮৩

করোনায় আরও ৫৮ জনের মৃত্যু, শনাক্ত ৫ হাজার ৬৮৩

নিউজডোর ডেস্ক ♦ দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৮৩ জন। অন্যদিকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। শনিবার (৩ এপ্রিল) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর।

সেখানে বলা হয়, হত ২৪ ঘন্টায় ২২৭ টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২৪ হাজার ৫৪৮টি নমুনা। এ নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৬৮৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার

২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেন, ৫৮ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়াল ৯ হাজার ২১৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে করোনায় আক্রান্তের পর ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। দেশে করোনায় মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাড়াল ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৩ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হন এবং ১৮ মার্চ করোনা রোগী প্রথম মৃত্যুবরণ করেন।