করোনার টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করুন: প্রধানমন্ত্রী

করোনার টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করুন: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার  ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কাসভবন গণভবন থেকে ভার্চুয়লি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজডোর ডেস্ক ♦ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনা মহামারি দুর করতে টিকা নিতে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করুন। আনসার ও ভিডিপি’র ৪১তম জাতীয় সমাবেশে ভাষণকালে একথা বলেন তিনি।

বৃহস্পতিবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার  ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সরকারি কাসভবন গণভবন থেকে ভার্চুয়লি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ যাতে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলে পাশাপাশি সময়মতো টিকা নিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এ ব্যাপারে আরা আপনাদের (আনসার ও ভিডিপি) সহযোগিতা চাই।

কভিড-১৯ টিকা পাওয়ার জন্য মানুষজন তাদের কাছের ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবে জানিয়ে প্রধানমন্ত্রী টিকা নেয়ার জন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।