ঈদের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

ঈদের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

করোনায় ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠা্ন খুলছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠান ঈদের পর খুলবে বলে তিনি জানান। বৃহস্পতিবার এক আলোচনা সভায় এ তথ্য নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে, তােই এ মুহুর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মাঝে ফেলতে চাই না।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। এ বিষয়ে আজ টেকনিক্যাল কমিটি বৈঠক করেছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আগামীকাল চুড়ান্ত ঘোষণা দেবেন।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ওেই তারিখে খুলছে না দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।