আর্জেন্টিনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক

আর্জেন্টিনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক
ছবি: দিয়াগো ম্যারাডোনা

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ আর্জেন্টিনা ফুটবল দলের সেরা খেলোয়ার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। এ তিন দিন তার মরদেহ দেশটির প্রেসিডেন্টের কার্যালয় 'গভর্নমেন্ট হাউসে' রাখা হবে বলে জানা গেছে।

অনেকদিন ধরেই অসুস্থ থাকা ম্যারাডোনা বুধবার নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মুৃত্যুবরণ করেন। এ ফুটবল জাদুকরের মৃত্যুকালে বয়স ছিল ৬০ বছর।

আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট

বাংলাদেশসহ সারাবিশ্বে ১৯৮৬ সালের বিশ্বকাপে ম্যারাডোনার জাদু ছড়িয়ে পড়েছিল। ম্যারাডোনার ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার 'হ্যান্ড অব গড' গোলটি সবার নজর কাড়ে।