আবারও বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

আবারও বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ করোনা ভাইরাসের প্রকোপ ঠেকানোর জন্যে আবারও ছুটি বাড়ানো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের। আজ (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে না। তবে ছুটি বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রী চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তার মতে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও ১৫ থেকে ৩০ দিন বাড়ানো হতে পারে। এক-দুদিনের এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে। আগামী ফেব্রুয়ারীতে আংশিক স্কুল খোলা হতে পারে।