লকডাউনের আওতায় থাকবে না যেসকল প্রতিষ্ঠান

লকডাউনের আওতায় থাকবে না যেসকল প্রতিষ্ঠান
পায়রা চত্ত্বর, রংপুর।

নিউজডোর ডেস্ক ♦ করোনার প্রকোপ দ্বিতীয়বারের মতো ঠেকাতে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ আবারও লকডাউন হতে যাচ্ছে।  তবে এই লকডাউনে খোলা থাকবে জরুরী সেবা প্রতিষ্ঠান, কাঁচাবাজার ও ওষুধের দোকান। এর পাশাপাশি পোশাক ও অন্যান্য শিল্প-কলকারখানা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার (৩ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা চাচ্ছি লকডাউনে যেন মানুষের চলাচল যতটা সম্ভব বন্ধ করা যায়। কারণ, যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে মানুষের ঘরে থাকা জরুরী। তবে জুররী সেবা প্রতিষ্ঠান, কাঁচাবাজার ও ওষুধের দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, এছাড়া পোশাক ও শিল্পকারখানাগুলো খোলা থাকবে। কারণ কারখানা বন্ধ হলে শ্রমিকদের বাড়িতে ফেরার বিষয় থাকে। এতে করোনার ঝুঁকি আরও বাড়বে। তবে কারখানায় শ্রমিকদের একাধিক াশফটে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। লকডাউনের বিষয়ে আজকালের (শনি ও রোববার) এর মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।