রমেকে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২৯ জন, সর্বোচ্চ গাইবান্ধায় ১০

রমেকে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২৯ জন, সর্বোচ্চ গাইবান্ধায় ১০

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ১০ জন, কুড়িগ্রামে ৬ জন, রংপুরে ৫ জন, লালমনিরহাটে ৫ জন, নীলফামারীতে ২ জন এবং ঠাকুরগাঁয়ের একজন রয়েছেন।  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, নীলফামারী সৈয়দপুরের এক বৃদ্ধা (৬০), রংপুর সদরের এক বৃদ্ধ (৭৫), আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক নারী (৫৭), লালমনিরহাট আদিতমারীর এক বৃদ্ধা (৬৫), ঠাকুরগাঁওয়ের এক কিশোরী (১৭), নীলফামারী ডোমারের এক বৃদ্ধ (৬৫)। 

রংপুর জেলা নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, নগরীর জুম্মাপাড়ার এক পুরুষ (৪৫), ধাপের এক পুরুষ (৫৩), বিএডিসি’র এক পুরুষ (৫৩)। 

গাইবান্ধা জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, গাইবান্ধা সদর তুলামিলের এক পুরুষ (৩১), কঞ্চিপাড়ার এক পুরুষ (৩৩), খোলাহাটির এক শিশু (১৩), সদরের এক নারী (৫৬), এক বৃদ্ধ (৬৫), অপর নারী (৩০), সুন্দরগঞ্জ ধোপাডাঙ্গার এক পুরুষ (৩১), গাইবান্ধা গোবিন্দগঞ্জ বর্ধনকুঠির এক পুরুষ (৪৮), এক নারী (৫০), হাবিবপুরের এক পুরুষ (৫০)।

লালমনিরহাট জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, লালমনিরহাট তুষভান্ডারের এক যুবক (২৫), পাটগ্রামের এক পুরুষ (৩০), লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৪৩), এক পুরুষ। 

কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, কুড়িগ্রাম সরকারী কলেজ পাড়ার এক পুরুষ (৪৩), ঘোষপাড়ার এক পুরুষ (৩৬), নাগেশ্বরীর এক পুরুষ (৩৮), উলিপুরের এক পুরুষ (৩৫), কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা (৬৫), এক পুরুষ (৪৮)। 
সোমবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে এ পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪২১১ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ১২ জন । মারা গেছেন ৭৩ জন।