রংপুরে লকডাউনেও স্বাভাবিক জীবনযাত্রা 

রংপুরে লকডাউনেও স্বাভাবিক জীবনযাত্রা 
রংপুর পায়রা চত্ত্বরে লকডাউনে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্টাফ রিপোর্টার ♦ করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ জেলা রংপুরেও সারাদেশের মত লকডাউন চলছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া লকডাউনে নগরীতে দিন খেটে খাওয়া মানুষদের আনাগোনা দেখা গেছে। 
নগরীতে রিক্সা, অটোরিক্সা চলাচল স্বাভাবিক ছিল। তবে শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক ব্যবহারে উদাসীনতা লক্ষ্য করা গেছে। এদিকে রংপুর  কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন বাস চলাচল না করলেও সকালে মহাসড়কে ঢাকা থেকে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারীসহ অন্যান্য জেলাগামী যাত্রীবাহি বাস চলাচল করেছে। 
এদিকে র‌্যাবের প্রচারণা টিম টহলের মাধ্যমে নগরবাসীকে সচেতন করছে। লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম জানিয়েছেন, সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে আমরা মাঠে কাজ করে যাচ্ছি গণপরিবহনে নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা মনে করছি, গণপরিবহন চলাচল কমলে নগরীতে এমনিতেই লোকজনের ভিড় কমে আসবে।