রংপুরে নতুন শনাক্ত ২৬ জন, ৫ জেলায় ৪৬ জন

রংপুরে নতুন শনাক্ত ২৬ জন, ৫ জেলায় ৪৬ জন

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২৬ জন, গাইবান্ধার ১৫ জন, কুড়িগ্রামের ৩ জন, লালমনিরহাট ও নীলফামারী জেলায় একজন করে রয়েছেন। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত হিসেবে নতুন শনাক্তরা হলেন, গোবিন্দগঞ্জের এক বৃদ্ধ (৭২), গঙ্গাচড়ার এক নারী (৫০), রংপুর সদরের এক বৃদ্ধা (৮০), আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক পুরুষ, রংপুর নগরীর ধাপের এক যুবক (২৫), এক পুরুষ (৫৮), গনেশপুরের এক পুরুষ (৩৪), বদরগঞ্জ কথাকলির এক নারী (৪০), কুড়িগ্রাম নাগেশ্বরীর এক পুরুষ (৪০), কুড়িগ্রাম সদরের এক বৃদ্ধ (৬৫), হাতিরপাড়ের এক যুবক (২৫),  গাইবান্ধা পলাশবাড়ির এক পুরুষ (৩৬), নীলফামারী কিশোরগঞ্জের এক পুরুষ (৬৫), লালমনিরহাটের এক পুরুষ (৩৭)।  

রংপুর জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, রংপুর জেলা পুলিশের এক সদস্য (৫৬), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৯), রংপুর নগররীর বিনোদপুরের এক নারী (৫০), আরকে রোডের এক বৃদ্ধ (৬৫), রবার্টসনগঞ্জের এক কিশোর (১৪), এক নারী (৩৮), এক শিশু (১২), মুন্সিপাড়ার এক বৃদ্ধা (৬৩), আদর্শপাড়ার এক নারী (৫৫), আশরতপুরের এক বৃদ্ধ (৬৫), উপ-শহরের এক নারী (৫৫), খলিফাপাড়ার এক পুরুষ (৩২), কামারপাড়ার এক পুরুষ (৩৪), শালবনের এক নারী (৫২), কেল্লাবন্দের এক বৃদ্ধ (৬২), সবুজবাগের এক পুরুষ (৬৫), কটকিপাড়ার এক পুরুষ (৩৪), কলেজ রোডের এক নারী (৫৫), গুপ্তপাড়ার এক বৃদ্ধ (৮৩)। 

গাইবান্ধা জেলায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্তরা হলেন, গাইবান্ধা সদর শান্তিনগরের এক নারী (৩২), গাইবান্ধা হাসপাতালের এক নারী (২৯), গাইবান্ধা সাঘাটার এক পুরুষ (৪৬), সুন্দরগঞ্জের এক পুরুষ ,সাদুল্ল্যাপুরের এক পুরুষ (৪৩), গোবিন্দগঞ্জের এক নারী (৪৭), এক চিকিৎসক (৩০), এক বৃদ্ধ (৬০), পলাশবাড়ির এক যুবক (২৮), এক বৃদ্ধা (৬০), সুন্দরগঞ্জের এক পুরুষ, ফুলছড়ি কানাইপাড়ার এক পুরুষ (৩১), এক যুবক (২০)। 
মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ২৩৬ জন ও সুস্থ্য হয়েছেন ৪ হাজার ১৮ জন। মারা গেছেন ৭৩ জন।