ব্রুস লি সম্পর্কে অবাক করা তথ্যগুলি

ব্রুস লি সম্পর্কে অবাক করা তথ্যগুলি
ব্রুস লি

নভেল চৌধুরী ♦ ব্রুস লি যার পুরো নাম ব্রুস ইয়ুন ফান লী। তিনি জন্ম নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কোতে ১৯৪০ সালে এবং মৃত্যু গ্রহণ করেছেন ১৯৭৩ সালে। তিনি একজন চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক, অভিনেতা এবং জিৎ কুন দো নামক নতুন ধরনের মার্শাল আর্ট ব্যবস্থার প্রতিষ্ঠাতা। তাকে সর্বকালের অন্যতম প্রভাবশালী এবং বিখ্যাত মার্শাল আর্ট শিল্পীদের একজন হিসেবে গণ্য করা হয়। উইপিকিডিয়া

 তার সম্পর্কে কিছু অবাক করা তথ্য:

তিনি একজন মার্শাল আর্টিস্ট এবং অভিনেতা

ব্রুস লি অনেক কৌশল রপ্ত করেছিলেন তাঁর ওজন মাত্র ৫৯ কেজি:

তাঁর একটা ঘুষির ওজন ছিল ৩৫০ পাউন্ড

ব্রুস লি দুই হাত দিয়ে একেবারে ১৫০০ বার পুশ আপ করতে পারতেন

এক হাত দিয়ে তিনি একেবারে ৪০০ পুশ আপ এবং হাতের দুই আঙুল দিয়ে ২০০ পুশ আপ করতে পারতেন

শুধুমাত্র হাতের বুড়ো আঙুল দিয়ে তিনি একেবারে ১০০ বার পুশ আপ করতে পারতেন তাঁর এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই৷

তিনি দৈনিক ২০০০ টি ঘুষি মেরে চর্চা করতেন এবং প্রতি সেকেন্ডে টি ঘুষি মারতে পারতেন৷

ব্রুস লি' ঘুষি মারার গতি এত দ্রুত যে তা স্লো মোশন ক্যামেরায় রেকর্ড করতে হতো

তিনি এক লাফে ফুট উপরে উঠতে পারেন

তাঁর অসামান্য শক্তি ছিল