বিএনপির আমলে দরিদ্ররা সকল সেবা থেকে বঞ্চিত হয়েছে: ইকবালুর রহিম এমপি

বিএনপির আমলে দরিদ্ররা সকল সেবা থেকে বঞ্চিত হয়েছে: ইকবালুর রহিম এমপি

মোঃ আরমান হোসেন ♦ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে বিশ্বের অনেক দেশ অপেক্ষা বাংলাদেশে বর্তমানে মাতৃ মৃত্যু শিশু মৃত্যুর হার কম

নারী শিশুদের কল্যাণে সরকারের ধরনের সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, পুষ্টিকর খাবারের অভাব জনিত শারীরিক সমস্যা প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রীর দুরদর্শী চিন্তা থেকেই গর্ভবতী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা চালু করা হয়েছে

১৮ মার্চ বৃহস্পতিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালকের কার্যালয়ের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে দিনাজপুর পৌরসভা অসহায়, দরিদ্র কর্মজীবী  মায়েদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে চার দিনব্যাপী হেল্থ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নবান হতে হবে সন্তান যেন খারাপ পথে না যায় সে দিকে অভিভাবকদের বেশি খেয়াল রাখতে হবেমানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানুষ যাতে উন্নত জীবন পায়, কল্যাণ হয়, সেটাই শেখ হাসিনার কাছে গুরুত্বপূর্ণ জন্য দেশে সকল ধরনের ভাতা সহায়তা দিয়ে আসছে

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা কালে এসব অসহায় মানুষেরা সকল সেবা থেকে বঞ্চিত হয়েছে এসব বঞ্চিত থাকা মানুষের কোটি কোটি সহায়তা আত্মসাত করে নিজেদের উন্নয়নের ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে অভাব অনটন দুরে সরে গেছে মানুষ শান্তিতে আছে সকল ধরনের সেবা পাচ্ছে

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিতে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ অনুষ্ঠানপরিচালনা করে ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলাম