ফেসবুকের কাছে ৪’শ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ

ফেসবুকের কাছে ৪’শ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে  বাংলাদেশ

নিউজডোর ডেস্ক ♦ প্রায় ৪’শ অ্যাকাউন্টের তথ্য চেয়ে ফেসবুকের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।  চলতি বছরের শুরু থেকে জুন পর্যন্ত ফেসবুক কর্তৃপক্ষের কাছে সরকারের করা ২৪১টি অনুরোধেল মধ্যে ৯৯টি জরুরী অনুরোধ ছিল। এর মধ্যে শতকরা ৪৪ শতাংশ তথ্য দিয়েছে ফেসবুক।

বৃহস্পতিবার প্রকাশিত ফেসবুকের হালনাগাদ ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সূত্র মতে, সরকারের করা অনুরোধে সাড়া দেয় ফেসবুক কর্তৃপক্ষ। বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যমটির তথ্য অনুযায়ী, ফেসবুকের কাছে সরকারের তথ্য চাওয়ার হার তুলনামূলকহারে বাড়ছে। গত বছরের শেষ ছয় মাসে ফেসবুকের কাছে ১৭৯টি অনুরোধ করেছিল সরকার। সময় ৪৫ শতাংশ ক্ষেত্রে সাড়া দেয় ফেসবুক। বিশ্বজুড়েই ফেসবুকের কাছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার বেড়ে গেছে। বছরের প্রথম ছয় মাসেই ফেসবুকের কাছে ২৩ শতাংশের বেশি তথ্য চাওয়া হয়েছে।

সময় ফেসবুকের কাছে অনুরোধ গেছে এক লাখ ৪০ হাজার ৮৭৫টি। সবচেয়ে বেশি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ভারত, জার্মানি, ফ্রান্স যুক্তরাজ্য। যুক্তরাজ্য বছরের প্রথম ছয় মাসে ৬১ হাজার ৫২৮টি অনুরোধ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।